Album: Aay Khuku Aay
Singer: Ranajoy Bhattacharjee
Music: Ranajoy Bhattacharjee
Lyrics: Anindya Chattopadhyay, Ranajoy Bhattacharjee
Label: Grassroot Entertainment Pvt. Ltd.
Released: 2022-05-07
Duration: 03:58
Downloads: 90280
হাঁটি হাঁটি পা, মিঠি মিঠি মন রাজকুমারীর ঘুম যায়
যায় খেলনা বাগান, চরকির গান বটের ঝুরি বেয়ে আয়
আয় সোনার কাঠির পাশে ওই ময়নামতির ঘর ঘুম
সোহাগী গালের তিলে জোছনার আদর আয় খুকু আয়,
ঘুম আয় রে চাঁদ মামা দিয়ে যায় টিপ আয়
খুকু আয়, ঘুম আয় রে রাতপরী চাঁদ-তারাটির আয়
খুকু আয়, ঘুম আয় রে চাঁদ মামা দিয়ে যায়
টিপ আয় খুকু আয়, ঘুম আয় রে রাতপরী চাঁদ-তারাটির
কে ছুঁলো রূপসায়রের জল রাজকন্যা পাবে কি অতল
রাজকুমার, উড়িয়ে পক্ষীরাজ এক রঙিন ঘুম এনে দে আজ
রুপোর কাঠির কাছে ওই নিদমহলের গান কোন অজানা
চোখের আলো ভাসালো সাম্পান আয় খুকু আয়, ঘুম
আয় রে চাঁদ মামা দিয়ে যায় টিপ আয় খুকু
আয়, ঘুম আয় রে রাতপরী চাঁদ-তারাটির আয় খুকু
আয়, ঘুম আয় রে চাঁদ মামা দিয়ে যায় টিপ
আয় খুকু আয়, ঘুম আয় রে রাতপরী চাঁদ-তারাটির