Album: Abhijog
Singer: Ortho
Music: Ortho
Label: Kaleidoscope
Released: 2016-01-25
Duration: 04:56
Downloads: 52635
এক টুকরো আগুন জ্বলছে সিগারেট ধোঁয়ার ফাঁকে তিলোত্তমা, তুমি
কার হতে চাও আজ রাতে? এক টুকরো আগুন জ্বলছে
সিগারেট ধোঁয়ার ফাঁকে তিলোত্তমা, তুমি কার হতে চাও আজ
রাতে? অভিযোগ কেন বারে বারে? ছোট সুখ কাটবে
মাসে মাসে অভিযোগ কেন বারে বারে? ছোট সুখ কাটবে
মাসে মাসে কবিতার ভেলা হয়ে ভেসে যাই শহরে
তবু প্রশ্ন জেগে ওঠে হঠাৎ সবকিছুই কি মনমানি,
নাকি Hormone-এর বাড়াবাড়ি? দেওয়ালের বুকে সস্তা বিপ্লব, অস্থির
এ সময় ভুলে গেছি স্বপ্নের রঙ, সব শুধু অভিনয়
(অভিনয়) দেওয়ালের বুকে সস্তা বিপ্লব, অস্থির এ সময় ভুলে
গেছি স্বপ্নের রঙ, সব শুধু অভিনয় 'ভালো নেই',
'ভালো নেই' বলে কাঁদা বৃষ্টির বুকে রঙ, কত কথা
'ভালো নেই', 'ভালো নেই' বলে কাঁদা বৃষ্টির বুকে রঙ,
কত কথা কবিতার ভেলা হয়ে ভেসে যাই শহরে
তবু প্রশ্ন জেগে ওঠে হঠাৎ