Album: Aboseshe
Singer: Bikram Seal
Music: Rakesh
Lyrics: Kishore Majumder
Label: Kishore Majumder Music
Released: 2021-04-16
Duration: 03:47
Downloads: 776
অবশেষে ফিরে এসে দাঁড়ালাম দুটো হাত আজ বাড়ালাম তোমার
কাছেই। অবশেষে আজ ফিরে তাকালাম তোমাকেই যেন ডাকলাম
ডাকনামেই। তুমি কি চোখ বুঝে সব ভুলে আমাকে নেবে
নাকি অবহেলে সরে সরে সরে বলো থাকবে দূরে এ
বুকে কত ব্যাথা দিশেহারা বোঝাবো কাকে বলো তুমি ছাড়া
কীভাবে দেখো মন যাচ্ছে পুড়েই অবশেষে আজ ফিরে
তাকালাম তোমাকেই যেন ডাকলাম ডাকনামেই এলোমেলো কথাগুলো হারালাম
অভিমানে যেন আজ জড়ালাম তোমার সাথেই। অগোছালো অমিটাকে কুড়োলাম,
নটেগাছ তাই মুড়োলাম সন্ধ্যা রাতেই। তুমি কী হাত
রাখো আনমনে আমাকে ভাবো নাকি কোনোভাবে ভুল করে খোঁজো
নাকি চুপটি করেই। এখনো তুমি হীনা এই মনে আকাশে
মেঘ জমে এক কোনে। বলো না তুমি ঠিক আসবে
ফিরে অবশেষে আজ ফিরে তাকালাম তোমাকেই ডাকলাম সে
ডাকনামেই