Album: Aina Mon Vanga Aina
Music: Ariyoshi Synthia
Lyrics: Ariyoshi Synthia
Label: Ariyoshi Synthia
Released: 2023-05-16
Duration: 03:28
Downloads: 22844
না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায়
শুধু ব্যথা এই বুকে (দিয়ে যায় শুধু ব্যথা এই
বুকে) থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে
বৃষ্টি থামে না দু′চোখে মন কাঁদে রে, কাঁদে রে,
কাঁদে রে স্মৃতি মুছে না আয়না, মন ভাঙ্গা
আয়না যায় না, ব্যথা ভোলা যায় না সয় না
এই ব্যথা যে, সয় না যত চাই ভুলে
যেতে মন চায় ব্যথা পেতে তাই বুঝি প্রেম তাকে
ভোলে না (তাই বুঝি প্রেম তাকে ভোলে না)
নিভে যাওয়া আলো-ছায়া ছিল যদি মিছে মায়া বৃষ্টি কেন
তা বলে না মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে
রে স্মৃতি মুছে না আয়না, মন ভাঙ্গা আয়না
যায় না, ব্যথা ভোলা যায় না সয় না এই
ব্যথা যে, সয় না মন কাঁদে রে, কাঁদে
রে, কাঁদে রে স্মৃতি মুছে না আয়না, মন
ভাঙ্গা আয়না যায় না, ব্যথা ভোলা যায় না সয়
না এই ব্যথা যে, সয় না