Album: Aji Bijon Ghare
Singer: Ratna Mukhopadhyay
Music: Rabindranath Thakur
Lyrics: Rabindranath Thakur
Label: Gaan Faan
Released: 2021-10-05
Duration: 04:17
Downloads: 2309
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে আমি
তাইতে কি ভয় মানি জানি জানি, বন্ধু, জানি তোমার
আছে তো হাতখানি আজি বিজন ঘরে চাওয়া-পাওয়ার পথে
পথে দিন কেটেছে কোনোমতে চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে
কোনোমতে এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি
জানি জানি, বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা
তোমার পরশ থাকুক আমার হৃদয়-ভরা আঁধার থাকুক দিকে দিকে
আকাশ-অন্ধ-করা তোমার পরশ থাকুক আমার হৃদয়-ভরা জীবনদোলায় দুলে
দুলে আপনারে ছিলেম ভুলে জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম
ভুলে এখন জীবন মরণ দু′দিক দিয়ে নেবে আমায় টানি
জানি জানি, বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে আমি
তাইতে কি ভয় মানি জানি জানি, বন্ধু, জানি তোমার
আছে তো হাতখানি আজি বিজন ঘরে