Album: Ajob Duniya
Music: Shiekh Sadi
Lyrics: Shiekh Sadi
Label: Shiekh Sadi
Released: 2022-01-10
Duration: 02:21
Downloads: 5434
লোকে মুখে শত কথা অযথায় কত কিছু রটে অন্যের
ভালো দেখে হিংসায় বুকটা ফাটে ক্ষতি কারো হলে আমার
কিছু যাই না বটে আর ভুলগুলো চাইনা কোনদিনও শুধরাতে
আজব দুনিয়া এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন
ঠিকানা আজব দুনিয়া এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন
ঠিকানা আমরা এখন খুব আধুনিক স্টেটাস দিয়ে দেশ
করি ঠিক যুদ্ধে যাব নিয়ে ফ্যান ফলোয়ার ব্লক করে
ভেঙে দেব সব হাতিয়ার যা খুশি তা বানাব
ট্রেন্ড সাপোর্ট দিবে আমার ফ্যানস চাই বেশি লাইক আর
কমেন্ট এটাই আমার অ্যাচিভমেন্ট আজব দুনিয়া এখানে মিথ্যের
বসবাস, সত্যের নেই কোন ঠিকানা আজব দুনিয়া এখানে মিথ্যের
বসবাস, সত্যের নেই কোন ঠিকানা আমরা এখন ভীষণ
জ্ঞানী পোশাক দেখেই মানুষ চিনি মাথায় টুপি আর মুখে
দাড়ি কনফার্ম ছেলেটা সন্ত্রাসী ওয়েস্টার্ন ড্রেস পরা সকল
নারী চরিত্র তাদের হয় বিক্রি আর আমি দুধ ধোওয়া
তুলসী পাতা চরিত্র আমার ফুলে ঢাকা আজব দুনিয়া
এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা আজব দুনিয়া
এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা