Album: Amader Kotha Gulo
Singer: Somlata
Music: Prasen
Lyrics: Prasen
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2020-12-17
Duration: 05:30
Downloads: 152637
আমাদের কথাগুলো এই দেখো না মিলে গেল আমাদের ব্যথাগুলো
কোথায় মিলিয়ে গেল আমাদের কথাগুলো এই দেখো না
মিলে গেল আমাদের ব্যথাগুলো কোথায় মিলিয়ে গেল অযথাই
আবেশে তোমাকে ভালো না বেসে খামোখাই ফিরে যাই তোমারই
নিরুদ্দেশে আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায় আজ Last Train ধরবো কি ধরবো
না জানিয়ে দাও আমায় আমি আজ ঘরে ফিরবো
কি ফিরবো না জানিয়ে দাও আমায় আজ Last Train
ধরবো কি ধরবো না জানিয়ে দাও আমায় ও
মায়াবী কন্যে তোমার, তোমারই জন্যে এই পোড়া অরণ্যে এসেই
যখন পড়েছি তোমাকেও নিয়ে যাবো তোমাকেও পাল্টে দেবো
তুমি অচেনা বিষম খাবে আমি এসেই যখন পড়েছি
ও মায়াবী কন্যে শুধু তোমার, তোমারই জন্যে এই পোড়া
অরণ্যে এসেই যখন পড়েছি তোমাকেও নিয়ে যাবো তোমাকেও
পাল্টে দেবো তুমি অচেনা বিষম খাবে আমি এসেই যখন
পড়েছি অযথাই আবেশে তোমাকে ভালো না বেসে খামোখাই
ফিরে যাই তোমারই নিরুদ্দেশে আমি আজ ঘরে ফিরবো
কি ফিরবো না জানিয়ে দাও আমায় আজ Last Train
ধরবো কি ধরবো না জানিয়ে দাও আমায় আমি
আজ ঘরে ফিরবো কি ফিরবো না জানিয়ে দাও আমায়
আজ Last Train ধরবো কি ধরবো না জানিয়ে দাও
আমায়