Album: Amar Bondhu Doyamoy
Singer: Tina Ghoshal
Music: Radharaman Dutta
Lyrics: Radharaman Dutta
Label: Bengal Pictures
Released: 2023-10-11
Duration: 05:13
Downloads: 1199
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু
দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে
রাধার তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়, বন্ধু
রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়
কদম ডালে বইসা রে, বন্ধু, ভাঙ্গো কদম্বের আগা
কদম ডালে বইসা রে বন্ধু ভাঙ্গো কদম্বের আগা শিশুকালে
প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৈবনকালে দাগা রে
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তমাল
ডালে বইসা রে, বন্ধু, বাজাও রঙের বাশি তমাল ডালে
বইসা রে, বন্ধু, বাজাও রঙের বাশি সুর শুনিয়া রাধার
মন সুর শুনিয়া রাধার মন হইলো যে উদাসী রে
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া ভাইবে রাধারমণ বলে মনেতে
ভাবিয়া নিভ্যা ছিল মনের আগুন নিভ্যা ছিল মনের আগুন,
কে দিলায় জ্বালাইয়া রে আমার বন্ধু দয়াময় তোমারে
দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার তোমারে
না দেখলে রাধার জীবন কেমনে রয়, বন্ধু রে
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়