Album: Amar Hriday
Singer: Rayan Roy
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Zee Music Co.
Released: 2022-05-09
Duration: 05:48
Downloads: 1229
হৃদয়-পানে হৃদয় টানে নয়ন-পানে নয়ন ছোটে দু′টি প্রাণীর কাহিনীটা
এইটুকু বই নয়কো মোটে শুক্লসন্ধ্যা চৈত্রমাসে হেনার গন্ধ হাওয়ায়
ভাসে আমার বাঁশি লুটায় ভূমে তোমার কোলে ফুলের পুঁজি
তোমার আমার এই-যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি আমার
হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলাও আমার
হৃদয়... কে আমারে কী-যে বলে কে আমারে কী-যে
বলে ভোলাও ভোলাও ভোলাও আমার হৃদয় তোমার আপন
হাতের দোলে দোলাও দোলাও দোলাও আমার হৃদয়... ওরা
কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে ওরা কেবল
কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে বাঁশির ডাকে সকল
বাঁধন খোলাও খোলাও খোলাও আমার হৃদয় তোমার আপন
হাতের দোলে দোলাও দোলাও দোলাও আমার হৃদয়... বাসন্তী-রঙ
বসনখানি নেশার মতো চক্ষে ধরে তোমার গাঁথা যূথীর মালা
স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু
প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু শরম দু'জনের এই
বোঝাবুঝি তোমার আমার এই-যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি
মনে পড়ে, কত-না দিন রাতি আমি ছিলেম তোমার খেলার
সাথি মনে পড়ে, কত-না দিন রাতি আমি ছিলেম তোমার
খেলার সাথি আজকে তুমি তেমনি করে সামনে তোমার
রাখো ধরে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো
ধরে আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও তোলাও তোলাও
আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও
দোলাও আমার হৃদয়...