Album: Amar Mohakashe
Singer: Durnibar Saha
Music: Shibasish Banerjee
Lyrics: Aritra
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2023-02-15
Duration: 02:20
Downloads: 152854
আমার মহাকাশে এলে হয়ে ধূমকেতু শূন্য হাতে উল্কাপাতের মতো
জমানো ব্যথার নদী তোমার ঠোঁটের সেতু পেরোবো আমি একা
নাবিক, আহত সব প্রেমিকারা ধ্রুবতারার মতো আজও আমি
নতজানু স্নেহের বারুদ দিও তোমার প্রেমের পরমাণু বিস্ফোরণ হোক
প্রিয় আমার খেয়ালি খামে বিরহের ডাকটিকিট মনের পিয়ন
পাখি জীয়ন কাঠির মতো পাঁজরের Post Office জানে
প্রণয়ের জ্যামিতি ছিল আঙুলে আঙুল ঠিকানা ভুল হতো রাখে
উড়ো চিঠি গুঁড়ো স্মৃতির ক্ষত