Album: Ami Amar Hote
Singer: Rema Bose
Music: Acharya Jayanta Bose
Lyrics: Acharya Jayanta Bose
Label: Zee Music Co.
Released: 2018-07-03
Duration: 05:35
Downloads: 8192
আমি আমার হতে বলছি তোমায়, শুধু আমার চিরতরে আমার
হতে বলছি তোমায়, শুধু আমার চিরতরে জানিনা এই দামাল
চাওয়া চায়েছি যে কোন অধিকারে আমার হতে বলছি তোমায়,
শুধু আমার চিরতরে হয়তোবা কোন শৈশবেরই নূপুর বাজে
রিনিঝিনি হয়তোবা কোন শৈশবেরই নূপুর বাজে রিনিঝিনি কোন
জনমে হারিয়ে তোমায় বলছে এখন, 'চিনি চিনি' সব ইশারায়
বলছে জীবন শেষ ঠিকানা তোমার দ্বারে আমার হতে বলছি
তোমায়, শুধু আমার চিরতরে এত সকাল, এত সাথি,
তবুও আমি একলা মগন এত সকাল, এত সাথি,
তবুও আমি একলা মগন তোমার স্মৃতি, তোমার পরশেই সাধনায়
গলছে লগন খেয়ালী মন, বেহাল খেয়া, ভিড়তে যে চায়
তোমার পাড়ে আমার হতে বলছি তোমায়, শুধু আমার চিরতরে
আমার হতে বলছি তোমায়, শুধু আমার চিরতরে