Album: Ami Tomar Shonge Bhendhechi Aamaro Pran
Singer: Indrani Sen
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Sony Music India / 550 Music
Released: 2017-12-15
Duration: 03:52
Downloads: 9184
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে
তুমি জান না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ সে সাধনায় মিলিয়া যায়
কবির ছন্দ তুমি জান না ঢেকে রেখেছি তোমার
নাম রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি
আমার প্রাণ সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের
আলোতে বসাই আনি অরূপ মূর্তিখানি বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর
দিগন্তে বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায়
কাঁপে তব উত্তরী সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের
তানের সে উন্মাদনে তুমি জান না আমি তোমারে
পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার
প্রাণ সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে