Album: Anubhuti
Singer: SK Annoo
Music: SK Annoo
Lyrics: Jamil Mahmud
Label: Fawk Series Music
Released: 2023-04-10
Duration: 03:51
Downloads: 2515
বলো এই অনুভূতি আর কতদূর গড়াবে? বলো এই পথ
আর কত দীর্ঘায়িত হবে? বলো বন্ধু বলো এভাবে নিশ্চুপে
থেকোনা শুনো কান পেতে শুনো এ মনের সুপ্ত কামনা
কুয়াশার স্নিগ্ধ ভোরে রোদ হয়ে আসো আমার শহরে
যতটুকু জানো প্রিয় তারও বেশি লুকায়িত অন্তরে যেমন
কুয়াশা লেগে থাকে ঘাসের বুকে অনুভবে তুমি আসো আমার
পাশে রাখো আগলে রাখো এভাবে দূরে রেখোনা যতো
দূরে রাখো তারও চেয়ে কাছে আছি জানোনা কুয়াশার
স্নিগ্ধ ভোরে রোদ হয়ে আসো মোর শহরে যতটুকু জানো
প্রিয় তারও বেশি লুকায়িত অন্তরে