Album: Ashkara
Singer: Bumpai Chakraborty
Music: Timir Biswas
Label: Webaqoof Music
Released: 2019-09-09
Duration: 04:39
Downloads: 11116
কিছু নষ্ট বিকেলে, দিকভ্রষ্ট হয়ে যায় পাখিরা । একটা
বিশেষ বৃক্ষতে, একলা পড়ে যায় বাকিরা । ভিজতে
গিয়ে মাঝরাতে, শুকিয়ে যাচ্ছে দেহটা । আলোর মধ্যে আপনজন,
তবু প্রশ্ন জাগে, কে ওটা? গ্রীষ্মকালে তুষারপাত, একি
কাণ্ড হচ্ছে বল দেখি!! দাঁড়িপাল্লাও বুঝছে না, কে যে
হালকা, কার ওজন বেশী!! আমি বুঝি আমাকে, বৃষ্টির
দাগ লেগে জামাতে । ছুটতে গিয়ে হোঁচট খাই, তবু
মন চাইছে না থামাতে । তোমারই আস্কারায়, মাছেরা
আঁশ ছাড়ায় । নতুন ব্যাকরণে, তুমি নতুন কোন এক
অবতার । দুপাশে লাল জলে, দু′পা আজ টলটলে
। দাঁড়িয়ে মাঝখানে ভাবো, তুমি কার । তবু
ভাবছি প্রেক্ষাপট, বীষ যন্ত্র মিশছে প্রতীক্ষায় । ফল বেরিয়ে
যাওয়ার পর, ফের বসতে হচ্ছে পরীক্ষায় । তোমার
মতো আমিও, তাই সাবধানে পা নামিও । বৃষ্টিপাতের সূত্রপাত,
কোথায় তা ভেবে জানিও ।