Album: Baba Howa Eto Soja Noy
Singer: Anindya Chattopadhyay
Music: Chamok Hasan
Lyrics: Chamok Hasan
Label: Times Music
Released: 2021-12-22
Duration: 03:36
Downloads: 73937
গুল্লু-গুল্লু, গুতু-গুতু, কুটু-কুটু-কুম এবারে বাবা রে বাবা দে রে
দে না ঘুম ও ঘুমপাড়ানি মাসী, হলে কি
বনবাসী? ও ঘুমপাড়ানি মাসী, হলে কি বনবাসী? দোহাই লাগে,
জাদুর চোখে ঘুম দিয়ে যাও আমার পাগল পাগল
লাগে কে জানতো আগেভাগে? হ্যাঁ, পাগল পাগল লাগে কে
জানতো আগেভাগে? আনন্দটা যেমন বড়ো তেমনি ঝামেলাও দেখেও
চাঁদের মুখ আমার স্বর্গসুখ দেখেও চাঁদের মুখ আমার স্বর্গসুখ
সে স্বর্গ মাঝে এমন জ্বালা কেমন করে রয়?
বাবা হওয়া এত সোজা নয় বাবা হওয়া এত সোজা
নয় যেমনটা মনে হয় না রে, এত সোজা নয়
যেমনটা লোকে কয় না রে, এত সোজা নয়
আমি এই না ভাসি খুশির তোড়ে এই না ভাসি
কান্নায় এই না ভাসি খুশির তোড়ে এই না ভাসি
কান্নায় পরক্ষণেই যাই রে ভেসে অন্যকিছুর বন্যায় ঘরে
চলছে মহাযজ্ঞ প্রত্যেকেই বিশেষজ্ঞ হ্যাঁ, চলছে মহাযজ্ঞ প্রত্যেকেই বিশেষজ্ঞ
ওরে ধুন্ধুমার এ কাণ্ড দেখে মনটা কেঁদে কয়
বাবা হওয়া এত সোজা নয় বাবা হওয়া এত সোজা
নয় যেমনটা মনে হয় না রে, এত সোজা নয়
যেমনটা লোকে কয় না রে, এত সোজা নয়
গুল্লু-গুল্লু, গুতু-গুতু, কুটু-কুটু-কুম এবারে বাবা রে বাবা দে রে
দে না ঘুম কত রঙ-বেরঙের স্বপ্ন আমি সাজাই
মনের খামে রঙ-বেরঙের স্বপ্ন আমি সাজাই মনের খামে আদর
করে ডাকি কত বিচিত্র সব নামে আরে কোনটা
যে ভাই ঠিক আর কোনটা ভুলের দিক আরে কোনটা
যে ভাই ঠিক আর কোনটা ভুলের দিক সেই দ্বন্দে
পড়ে বন্ধু আমার মনটা কেঁদে কয় বাবা হওয়া
এত সোজা নয় বাবা হওয়া এত সোজা নয় যেমনটা
মনে হয় না রে, এত সোজা নয় যেমনটা লোকে
কয় না রে, এত সোজা নয় যেমনটা মনে
হয় না রে, এত সোজা নয় যেমনটা লোকে কয়
না রে, এত সোজা নয়