Album: Banglar Gaan
Singer: Belal Khan, Humaira Eshika
Music: Belal Khan
Lyrics: Jashim Uddin
Label: Sayem Music Vision (SMV)
Released: 2023-07-31
Duration: 04:52
Downloads: 7710
প্রাণের প্রিয় মাতৃভূমি হৃদয়জুড়ে শুধু তুমি তোমার বুকে দিয়ো
আমায় চির ঘুমের ঠাঁই আমি দেশ-বিদেশে ঘুরে চলি বাংলা
মায়ের গল্প বলি এমন শীতল মায়ার ছোঁয়া কোথাও যে
আর নাই আমি বাংলা মায়ের কৃষক সেনা মাটি
খুঁড়ে ফলাই সোনা এমন সবুজ-শ্যামল ছায়া কোথায় গেলে পাই?
আমি বাংলায় বাঁচি, বাংলায় হাসি, বাংলায় খুঁজি ঠাঁই
ভুবনজুড়ে পথিক হয়ে বাংলারই গান গাই আমি বাংলায় বাঁচি,
বাংলায় হাসি, বাংলায় খুঁজি ঠাঁই ভুবনজুড়ে পথিক হয়ে বাংলারই
গান গাই স্বপ্ন দেখি আকাশছোঁয়া এই পথে হেঁটে
হেঁটে সূর্য যেথা যায় ঘুমিয়ে দিগ্বিজয়ী সাগরের বুকে ও,
স্বপ্ন দেখি আকাশছোঁয়া এই পথে হেঁটে হেঁটে সূর্য যেথা
যায় ঘুমিয়ে দিগ্বিজয়ী সাগরের বুকে এমন মধুর বাউলের
সুর এমন মধুর বাউলের সুর আর কোথাও না খুঁজে
পাই আমি বাংলায় বাঁচি, বাংলায় হাসি, বাংলায় খুঁজি
ঠাঁই ভুবনজুড়ে পথিক হয়ে বাংলারই গান গাই আমি বাংলায়
বাঁচি, বাংলায় হাসি, বাংলায় খুঁজি ঠাঁই ভুবনজুড়ে পথিক হয়ে
বাংলারই গান গাই আমি বাংলায় বাঁচি, বাংলায় হাসি,
বাংলায় খুঁজি ঠাঁই ভুবনজুড়ে পথিক হয়ে বাংলারই গান গাই
আমি বাংলায় বাঁচি, বাংলায় হাসি, বাংলায় খুঁজি ঠাঁই ভুবনজুড়ে
পথিক হয়ে বাংলারই গান গাই এই দেশেরই সবুজ
ঘাসে মায়ের আদর-স্নেহ মিশে জারি-সারি-বাউল বেশে স্বর্ণালি সুন্দর সন্ধ্যা
আসে ও, এই দেশেরই সবুজ ঘাসে মায়ের আদর-স্নেহ মিশে
জারি-সারি-বাউল বেশে স্বর্ণালি সুন্দর সন্ধ্যা আসে এমন মধুর
বাউলের সুর এমন মধুর বাউলের সুর আর কোথাও না
খুঁজে পাই আমি বাংলায় বাঁচি, বাংলায় হাসি, বাংলায়
খুঁজি ঠাঁই ভুবনজুড়ে পথিক হয়ে বাংলারই গান গাই আমি
বাংলায় বাঁচি, বাংলায় হাসি, বাংলায় খুঁজি ঠাঁই ভুবনজুড়ে পথিক
হয়ে বাংলারই গান গাই আমি বাংলায় বাঁচি, বাংলায়
হাসি, বাংলায় খুঁজি ঠাঁই ভুবনজুড়ে পথিক হয়ে বাংলারই গান
গাই আমি বাংলায় বাঁচি, বাংলায় হাসি, বাংলায় খুঁজি ঠাঁই
ভুবনজুড়ে পথিক হয়ে বাংলারই গান গাই