Album: Beshuro Ektara
Singer: Anirban Sikdar
Music: Alekhya Sengupta
Lyrics: Alekhya Sengupta
Label: Cine Studio Bangla
Released: 2022-09-24
Duration: 02:53
Downloads: 2374
তোমার মেঠো পথে বেসুরো একতারা ঘর বাঁধাতে গিয়ে হারিয়ে
গেলো যারা কেন চাইছে তোমার হাত কিছু ঘুম ভেঙ্গে
যাওয়া রাত আর মনের ভুলে কাঁদলো শেষে যারা?
কথা ছিলো তোমায় নিয়েই যাবো আমি সেই শূন্য জীবন
ঠিকানা বেনামী তোমার কাজল কালো চোখ ওই ঠোঁটের কথাই
হোক তুমি থাকলে আমার জীবন ভীষন দামী তোমার মেঠো
পথে বেসুরো একতারা আমার পায়ের তলার জমি কেন
ছুটছে খুঁজে তুমি আর যুদ্ধ সাজায় কেন এই অকালের
মরশুমি তুমি পারলে জেনে নিও ভালো বেসেছিলাম আমিও
আর সময়ের অগোচরে তোমার মনের জানান দিও তুমি
শিউলি কোরাও শান্ত কোনো ভোরে আমি তোমায় দেখি নূপুরের
সাত সুরে আর জোনাকিরা মেখে রোদ ভীতু লণ্ঠনে অবরোধ
আমি নৌকা বানাই কাগজের মাস্তুলে আমি হলাম না
হয় ঘর ছাড়া এক পাখি এই বুকের কাছেই তোমায়
বেধে রাখি তুমি ফিরে আসো যতবার চাই তোমাকেই ততবার
তবু দিলে তুমি আমায় কেন ফাঁকি? তোমার মেঠো
পথে বেসুরো একতারা