Album: Bhalo Achi Bhalo Theko
Singer: Durnibar Saha
Music: Soumyadip Halder
Label: Rooh Music
Released: 2018-12-30
Duration: 05:27
Downloads: 92619
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভেতরও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ
ঢেকে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ তেমনি
তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা হৃদয়ের
নীল বন্দরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো
তুমি হৃদয় জুড়ে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো
তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন কুসুম পাপড়ির
আবডালে ফসলের ঘুম পুষে রাখে যেমন কুসুম পাপড়ির আবঢালে
ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় ছোঁয়া হুম. ও...
তেমনি তোমার নিবিড় ছোঁয়া মরমের মন পথ ধরে
আমার ভেতরও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভেতরও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি ও এ হে হে হে দিও
তোমার মালখানি বাউলের এই মনটারে আমার ভিতরও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতরও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে