Album: Bhindeshete Jaiyona
Singer: Iman Chakraborty
Music: Syed Monsoor
Lyrics: Ellora Ameen
Label: Syed Monsoor
Released: 2023-09-19
Duration: 04:17
Downloads: 1108
ভিনদেশেতে যাইয়ো না, সোনাবন্ধু ওই দেশেতে যাইয়ো না, সোনাবন্ধু,
আমারে ছাড়িয়া চোখের আড়াল হইবা তুমি নিবো না মানিয়া
আমি চোখের আড়াল হইবা তুমি নিবো না মানিয়া
ভিনদেশেতে যাইয়ো না, সোনাবন্ধু ওই দেশেতে যাইয়ো না, সোনাবন্ধু,
আমারে ছাড়িয়া চোখের আড়াল হইবা তুমি নিবো না মানিয়া
আমি চোখের আড়াল হইবা তুমি নিবো না মানিয়া
দিঘির পাড়ে উষাকালে প্রাণনাথ আইসো শিউলি ফুলের মালা দিবো,
একটু পাশে বইসো দিঘির পাড়ে উষাকালে প্রাণনাথ আইসো শিউলি
ফুলের মালা দিবো, একটু পাশে বইসো এমন মালার
সুবাস তুমি যাইয়ো না ভুলিয়া চোখের আড়াল হইবা
তুমি নিবো না মানিয়া আমি চোখের আড়াল হইবা তুমি
নিবো না মানিয়া নিশীথ রাইতে পূর্ণিমাতে বলবো ভালোবাসি
পরান ভইরা দেখবো তোমার চান্দমুখের হাসি নিশীথ রাইতে পূর্ণিমাতে
বলবো ভালোবাসি পরান ভইরা দেখবো তোমার চান্দমুখের হাসি
এমন আলোয় রাইখো আমায় বুকেতে ধরিয়া চোখের আড়াল
হইবা তুমি নিবো না মানিয়া আমি চোখের আড়াল হইবা
তুমি নিবো না মানিয়া ভিনদেশেতে যাইয়ো না, সোনাবন্ধু
ওই দেশেতে যাইয়ো না, সোনাবন্ধু, আমারে ছাড়িয়া চোখের আড়াল
হইবা তুমি নিবো না মানিয়া আমি চোখের আড়াল হইবা
তুমি নিবো না মানিয়া আমি চোখের আড়াল হইবা তুমি
নিবো না মানিয়া আমি চোখের আড়াল হইবা তুমি নিবো
না মানিয়া