Album: Bidire
Singer: Anupam Dutta, Kumar Sanu, Anupama Deshpande, Deepavali, Rinku
Music: Rinku, Ahmed Imtiaz Bulbul
Lyrics: Sobuj Khan
Label: Cd Choice
Released: 2019-07-24
Duration: 03:52
Downloads: 8833
বিধি রে, ও বিধি রে এত জ্বালা সহে
না পরানে ও বিধি রে, এত জ্বালা সহে না
পরানে ওরে, ভালোবাসার মানুষ এখন কাছে থেকেও দূরে রে,
বিধি এত জ্বালা সহে না পরানে আশা ছিল
তারে লইয়া বাঁধবো সুখের ঘর কোথা হইতে আইলো জানি
কালবৈশাখীর ঝড় বেঁচে থেকেও আমি যেন হইয়া আছি মরা
রে, বিধি এত জ্বালা সহে না পরানে
কত রঙিন স্বপ্ন ছিল আমার দু′টি চোখে কী কারণে
হইলো এমন মরি ধুঁকে ধুঁকে কোন বা দোষে এমন
সাজা দিলি আমার মনে রে, বিধি এত জ্বালা
সহে না পরানে এত জ্বালা সহে না পরানে ও
বিধি রে, এত জ্বালা সহে না পরানে