Album: Bishonno Chimney
Singer: Anupam Roy
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2019-07-05
Duration: 04:33
Downloads: 315219
কোনো শেষ রাতের অভিমান ঘুম কেড়ে নেওয়া গান শুনিয়ে
যায় আবার সে আমায় আমি শূণ্যে হাত বাড়াই ধূসরে
ছুটে যাই ঝরা পাতার ডাকে আমি ঘর ছাড়া কি
তাই? কোনো শেষ রাতের অভিমান ঘুম কেড়ে নেওয়া
গান শুনিয়ে যায় আবার সে আমায় আমি শূণ্যে হাত
বাড়াই ধূসরে ছুটে যাই ঝরা পাতার ডাকে আমি ঘর
ছাড়া কি তাই? এখন কোথায় যাবো, বলো তাকে
কোথায় পাবো, বলো এখন কোথায় যাবো, বলো তাকে কোথায়
পাবো, বলো সে কি রাজধানী পাল্টে ফেলেছে? আর
কেউ নেই দাঁড়িয়ে জানলায় এই আকাশ ক্রমশ ঢেকেছে বিষণ্ণ
চিমনির ধোঁয়ায় বিষণ্ণ চিমনির ধোঁয়ায় বিষণ্ণ চিমনির ধোঁয়ায়
এই রোদ পোড়া দেশে এলাম অবশেষে আমি ঘূর্ণিঝড়ের চোখ
খুঁজে পাই আমি পাটিতে হাঁটি যাতে না কাঁপে মাটি
তবু চোখ খুলেছি যেই আমি অন্ধ হয়ে যাই
এখন কোথায় যাবো, বলো তাকে কোথায় পাবো, বলো এখন
কোথায় যাবো, বলো তাকে কোথায় পাবো, বলো সে
কি রাজধানী পাল্টে ফেলেছে? আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়
এ আকাশ ক্রমশ ঢেকেছে বিষণ্ণ চিমনির ধোঁয়ায় বিষণ্ণ চিমনির
ধোঁয়ায় বিষণ্ণ চিমনির ধোঁয়ায় বিষণ্ণ চিমনির ধোঁয়ায় বিষণ্ণ চিমনির
ধোঁয়ায়