Album: Bishshash Ghatok Bondhu
Music: Atif Ahmed Niloy, Ahmed Sajeeb
Lyrics: Alex Abdus Salam
Label: Emon Music Official
Released: 2023-09-24
Duration: 05:08
Downloads: 946
আমার ইস্কুলেরই পথে রে তুই দিতি রোজই উঁকি একটা
নজর দেখবি বলে করতি ডাকাডাকি আমার ইস্কুলেরই পথে রে
তুই দিতি রোজই উঁকি একটা নজর দেখবি বলে করতি
ডাকাডাকি আমি অবুঝ ছিলাম, মনটা দিলাম, বুঝিনি চালাকি
তুই অবশেষে মনটা ভেঙে দিলি নিঠুর ফাঁকি বিশ্বাসঘাতক
বন্ধু ওরে, তুই বড়ো বেইমান আমার ভালোবাসার বন্ধু করলি
অপমান বিশ্বাসঘাতক বন্ধু ওরে তুই বড়ো বেইমান আমার ভালোবাসার
বন্ধু করলি অপমান ওরে মিথ্যাবাদী বন্ধু রে তুই,
জানতাম না তখন প্রথম প্রেমের মানেটা কী বুঝেছি এখন
ওরে মিথ্যাবাদী বন্ধু রে তুই, জানতাম না তখন প্রথম
প্রেমের মানেটা কী বুঝেছি এখন তোরে ভালোবাসাই ছিল
সবচেয়ে বড়ো ভুল দিনে দিনে দিচ্ছি আমি ভুলেরই মাশুল
বিশ্বাসঘাতক বন্ধু ওরে, তুই বড়ো বেইমান আমার ভালোবাসার
বন্ধু করলি অপমান বিশ্বাসঘাতক বন্ধু ওরে তুই বড়ো বেইমান
আমার ভালোবাসার বন্ধু করলি অপমান চোখের জলে বুকটা
ভাসে, ভেজে দুই নয়ন আপন আপন করতাম তোরে, ছিলি
না আপন চোখের জলে বুকটা ভাসে, ভেজে দুই নয়ন
আপন আপন করতাম তোরে, ছিলি না আপন আমায়
ভালোবাসিস বলে কাইড়া নিলি মন এখন আমায় পর করিলি,
কে হইলো আপন? বিশ্বাসঘাতক বন্ধু ওরে তুই বড়ো
বেইমান আমার ভালোবাসার বন্ধু করলি অপমান বিশ্বাসঘাতক বন্ধু ওরে
তুই বড়ো বেইমান আমার ভালোবাসার বন্ধু করলি অপমান
আমার ইস্কুলেরই পথে রে তুই দিতি রোজই উঁকি একটা
নজর দেখবি বলে করতি ডাকাডাকি আমার ইস্কুলেরই পথে রে
তুই দিতি রোজই উঁকি একটা নজর দেখবি বলে করতি
ডাকাডাকি আমি অবুঝ ছিলাম, মনটা দিলাম, বুঝিনি চালাকি
তুই অবশেষে মনটা ভেঙে দিলি নিঠুর ফাঁকি বিশ্বাসঘাতক
বন্ধু ওরে, তুই বড়ো বেইমান আমার ভালোবাসার বন্ধু করলি
অপমান বিশ্বাসঘাতক বন্ধু ওরে তুই বড়ো বেইমান আমার ভালোবাসার
বন্ধু করলি অপমান