Album: Bolbena Pichutan
Singer: Iman Chakraborty
Music: Indranil Mitra
Lyrics: Traditional
Label: JMR MUSIC STUDIO
Released: 2020-07-06
Duration: 04:37
Downloads: 271344
সব ছেড়ে যেতে হবে একা আলো, হাওয়া, মাটি ছেড়ে
সবাই জানি সব ছেড়ে যেতে হবে একা আলো,
হাওয়া, মাটি ছেড়ে সবাই জানি রাখবে না আগলে
চোখের জল বিদায়ের দায়ভার হবে শুধু বেদনার বলবে
না পিছুটান আর, 'ফিরে চল' বলবে না পিছুটান আর,
'ফিরে চল' জানবে না ধূলো-হাওয়া কার পরে কার
যাওয়া মেপে যাবে পথ চলাচল ব্যথা তবু তার অবিচল
জল এ দাগ দেবে ধুয়ে ক্ষত তার যাবে
সয়ে ভাঙবে না ফেলে আসা সেই কোলাহল বলবে
না পিছুটান আর, 'ফিরে চল' বলবে না পিছুটান আর,
'ফিরে চল' মেঘ ছায়া অগোচরে ঝরা পাতা যাবে
ঝরে রাখবে না মনে বনতল ক্ষয়ে ক্ষয়ে হবে যে
অতল চলে যেতে হবে একা মুছে সব স্মৃতিরেখা
কাজলের সীমানায় ফিরবে না জল বলবে না পিছুটান
আর, 'ফিরে চল' বলবে না পিছুটান আর, 'ফিরে চল'