Album: Bolechile
Singer: Mcc-e Mac, G. M. Ashraf
Music: Mcc-e Mac, G. M. Ashraf
Lyrics: Mcc-e Mac, G. M. Ashraf
Label: Basement Music
Released: 2022-10-07
Duration: 03:22
Downloads: 5577
বলেছিলে বুঝিনি তোমায় তুমিও কী বুঝেছো আমায়? সময় শুধু
চলে যায় কথাগুলো রয়ে যায় বলেছিলে বুঝিনি তোমায়
তুমিও কী বুঝেছো আমায়? সময় শুধু চলে যায় কথাগুলো
রয়ে যায় তুমি জানো জান পুরছি কত রাত
একা ঘরে জ্বালিয়ে স্মৃতিরা ডাকে আমার কাছে আমি পালিয়ে
তোমারি উপহার কাঁদায় আমায় আবার কেন আজ, কেন চিনলে
না আমার ঠিকানায় আজ তোমার কাছে আমি অচেনা?
তুমি বলেছিলে, বুঝিনি তোমাকে আমি বলি, বুঝো নাই আমাকে
চিনলে না এই আমাকে দিয়ে কথা রাখোনি একদিন ঠিকই
ভুলে যাবে আমাকে আমি যাকে চাই সে দূরে যায়
বলেছিলাম ভালোবাসা মানে ধোঁকা তাই I Want You
Out Of My Head Now করেছিলাম নাকি Domination Was
Toxic Too? Don′t You Know How I Felt For
You? মনে করেছো ছিল না বিশ্বাস But পুরো দমে
ছিল বিশ্বাস এখন নেই যেন নিশ্বাস আমি ভয় পেতাম
তোমাকে হারাতে গভীরে ছিল ভালোবাসা I Was Insecure জানি
Pain গুলো হবে না Cure তুমি চাঁদ, আমি
আকাশের তাঁরা তোমার আশে-পাশে চিরকাল আমি রয়ে যাবো তোমায়
নিয়ে যতো স্বপ্ন দেখি, কষ্ট বুনি বলো কীভাবে ভুলে
যাবো? তুমি ছিলে সব জানে আমার রব আমার কল্পনায়
তুমি সহ বাধা সব ভালো থেকো নিজের মতো দিলাম
না অভিশাপ বলেছিলে বুঝিনি তোমায় তুমিও কী বুঝেছো
আমায়? সময় শুধু চলে যায় কথাগুলো রয়ে যায়
বলেছিলে বুঝিনি তোমায় তুমিও কী বুঝেছো আমায়? সময় শুধু
চলে যায় কথাগুলো রয়ে যায় বলেছিলে বুঝিনি তোমায়
তুমিও কী বুঝেছো আমায়? সময় শুধু চলে যায় কথাগুলো
রয়ে যায়