Album: Bondhur Achoron
Music: Shiekh Sadi, Shamran Ahmed Milon
Lyrics: Shamran Ahmed Milon
Label: Shiekh Sadi
Released: 2022-06-12
Duration: 04:29
Downloads: 2333
উপরে উপরে মিঠা, ভেতরে সর্ব তিতা হায় রে, উপরে
উপরে মিঠা, ভেতরে সর্ব তিতা ক্ষণে ক্ষণে জনে জনে
বিলায়া দেয় মন ভালো না ভালো না আমার
বন্ধুর আচরণ গো ভালো না ভালো না আমার বন্ধুর
আচরণ ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ না
জানিয়া ধরেছিলাম ভুল মানুষের সঙ কে জানিতো তার পিরিতে
সবই ছিল ঢং ও, না জানিয়া ধরেছিলাম ভুল মানুষের
সঙ কে জানিতো তার পিরিতে সবই ছিল ঢং
বোঝে না সে মনের ব্যথা, অন্তরে জ্বালাইলো চিতা বোঝে
না সে মনের ব্যথা, অন্তরে জ্বালাইলো চিতা শোনে না
তো কারো কথা, চলে তার মতন ভালো না
ভালো না আমার বন্ধুর আচরণ গো ভালো না ভালো
না আমার বন্ধুর আচরণ ভালো না ভালো না আমার
বন্ধুর আচরণ গো ভালো না ভালো না আমার বন্ধুর
আচরণ ও, তার কাছেতে পাইলাম না রে তিল
পরিমাণ সুখ কারে বলি, কারে দেখাই আমার পোড়া বুক
ও, তার কাছেতে পাইলাম না রে তিল পরিমাণ সুখ
কারে বলি, কারে দেখাই আমার পোড়া বুক হইয়াছে
মোর এমন ব্যাধি যাহার কোন নাই ঔষধই হইয়াছে মোর
এমন ব্যাধি যাহার কোন নাই ঔষধই শামরানে কয় বাঁচার
চেয়ে ভালো যে মরণ ভালো না ভালো না
আমার বন্ধুর আচরণ গো ভালো না ভালো না আমার
বন্ধুর আচরণ ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
গো ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ