Album: Buker Ba Pashe Tui
Music: F A Sumon, Shilpi Biswas, Faruk ahmed Sumon
Lyrics: Shohag Waziulla
Label: G Series
Released: 2021-03-20
Duration: 05:16
Downloads: 429
বুকের বাঁ পাশে তুই ছাড়া কিছু নাই শুধু তোর
মুখ হাসে চোখের আয়নায় ও, বুকেরই বাঁ পাশে তুই
ছাড়া কিছু নাই শুধু তোর মুখ হাসে, চোখের আয়নায়
ভালোবাসি বলে রে, ভালোবাসি বলে পারবো না মেনে
নিতে তুই কারো হলে বিধাতাকে এ কথাটা বলে দেবো
আমি বুঝি তোর বিরহে মরে যাবো আমি বুঝি
তোর বিরহে মরে যাবো বুকের বাঁ পাশে তুই
ছাড়া কিছু নাই ও, শুধু তোর মুখ হাসে চোখের
আয়নায় তোর ছায়া দেখলে আমার আপন মনে হয়
ক্ষণে ক্ষণে এই পরানটা তোরই কথা কয় তোর ছায়া
দেখলে আমার আপন মনে হয় ক্ষণে ক্ষণে এই পরানটা
তোরই কথা কয় এই পরান জানে তোরই মানে
তোকে ছাড়া আমি যেন এক দুঃখী পাখি বিধাতাকে এ
কথাটা বলে দেবো আমি বুঝি তোর বিরহে মরে
যাবো আমি বুঝি তোর বিরহে মরে যাবো বুকেরই
পাঁজরে তুই ছাড়া কিছু নাই শুধু তোর মুখ হাসে
চোখের আয়নায় বেইমানি করিস না রে ছেড়ে দিয়ে
হাত এর চেয়ে ভালো মারিস হৃদয়ে আঘাত বেইমানি করিস
না রে ছেড়ে দিয়ে হাত এর চেয়ে বেশি মারিস
হৃদয়ে আঘাত এই হৃদয় যদি ভাঙ্গিস রে তুই
তবুও তোর প্রেমে আবার ভোলাবো ব্যথা বিধাতাকে এ কথাটা
বলে দেবো আমি বুঝি তোর বিরহে মরে যাবো
আমি বুঝি তোর বিরহে মরে যাবো বুকের বাঁ
পাশে তুই ছাড়া কিছু নাই শুধু তোর মুখ হাসে
চোখের আয়নায় তারপর, কেমন আছো? আমি বুঝি
তোর বিরহে মরে যাবো আমি বুঝি তোর বিরহে মরে
যাবো