DJJohal.Com

Bukete Haat Rekhe Bolo by Emon Khan
download Emon Khan  Bukete Haat Rekhe Bolo mp3 Single Tracks song

Album: Bukete Haat Rekhe Bolo

Singer: Emon Khan

Music: Mannan Muhammad

Label: Protune

Released: 2017-12-28

Duration: 04:29

Downloads: 309970

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Bukete Haat Rekhe Bolo Song Lyrics

বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে
পড়েনা চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি
মনে পড়েনা কত দিন কত রাত এই বুকে রেখে
হাত বলেছিলে তুমি আর কারো না বুকেতে হাত রেখে
বলো বলো না আমায় কি মনে পড়েনা ((((MAZHAR))))
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ.
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি সেই তো
তোমার বড় সুখ. (((((MUSIC))))) কত দিন ঘত
হলো দেখিনা তোমার ছাঁদ মুখ. একা একা কাঁদি আমি
হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সুখ. কত
মান অভিমান বলেছ যানের যান তুমি ছাড়া এই জীবন
চাইনা. বুকেতে হাত রেখে বলো বলো না আমার কি
মনে পড়েনা. (((()))) বুকেরি ভিতর আমি রেখেছি
তোমাকে যত্নে. সারা খনি ভাবি আমি সেই কথা জানো
কি তুমি নিশ্ব তুমি বিহনে. (((((MUSIC))))) বুকেরি
ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে. সারা খনি ভাবি আমি
সেই কথা জানো কি তুমি নিশ্ব তুমি বিহনে. এই
মনের আঙিনায় তোমাকে ছাড়া অন্য কিছু ভেবে পাইনা. বুকেতে
হাত রেখে বলো বলো না আমার কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি
মনে পড়েনা কত দিন কত রাত এই বুকে রেখে
হাত বলেছিলে তুমি আর কারো না. বুকেতে হাত রেখে
বলো বলো না আমায় কি মনে পড়েনা

Related Songs

» Sader Doniya (Emon Khan) » Bangla Sad Song (Huge Studio) » Gaser Pata Diya (Emon Khan) » Tumi Kar Dile Amay Badnam » Rater Akash Jemon Chander Alo » Tui Hamke Bhule Ja (Kundan Kumar, Kanika Karmakar) » Amar Mon Kande Pran Kande (Emon Khan) » Takei Ami Mon Sopechi (Saptak Bhattacharjee) » Tui To Rupa Sukhai Asis (Emon Khan) » Bangladeshi Maiya (Sharif Uddin)