Album: Chaira Jodi Jabi
Singer: Tariq Mridha
Music: Akash Mahmud
Lyrics: Jashim Uddin
Label: Sayem Music Vision
Released: 2021-12-10
Duration: 05:12
Downloads: 2541
ছাইড়া যদি যাইবি রে তুই এমন করে ছাইড়া যদি
যাইবি রে তুই এমন করে কলঙ্ক মাখিলি কেন এ
জীবন জুড়ে? ভালোবাইসা নাও ভাসাইলি প্রেমেরই জলে ডুবাইলি, ডুবাইলি,
বন্ধু, চোখেরই জলে প্রেমের মরা যায় না ডুবে,
লোকে যে বলে ডুবাইলি, ডুবাইলি আমায় চোখেরই জলে বন্ধু,
ডুবাইলি, ডুবাইলি আমায় চোখেরই জলে প্রেমের দায়ে হইলাম
দোষী তোরে ভালোবেসে কী ব্যথা যে দিলি, বন্ধু, জ্বলছি
১২ মাসে তোরে খুঁইজা সোনার জীবন গেল আমার চলে
দেশান্তরি করলি, বন্ধু, জানি না কোন ছলে বন্ধু,
ডুবাইলি, ডুবাইলি আমায় চোখেরই জলে আদর কইরা, বন্ধু,
তোরে পুষলাম বুকের ঘরে কোন মায়াতে ছাড়লি এ ঘর
এত শূন্য করে? এখন দুঃখ পাইলে মুখ লুকাবো আমি
কার আঁচলে? এইভাবে কি এত ব্যথায় কারো জীবন চলে?
বন্ধু, ডুবাইলি, ডুবাইলি আমায় চোখেরই জলে