Album: Chere Jeyona
Singer: Tanveer Evan
Label: TE Records / Bad Ignite Records
Released: 2021-07-19
Duration: 03:54
Downloads: 806718
ছেড়ে যেওনা, ছেড়ে যেওনা কি করি বলো, তুমি হিনা?
আমি পারিনি তোমাকে, আপন করে রাখতে আমি পারিনি
তোমাকে, আবার আমার করে রাখতে তুমি বুঝনি, আমি
বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে,
সব গেয়েছি তুমি বুঝনি, আমি বলিনি তুমি স্বপ্নতে
কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে, সব গেয়েছি
গানে গানে সুরে সুরে কত কথা, বলেছি তোমাকে তুমি
বুঝনি, বুঝনি কখনো যদি, আনমনে চেয়ে আকাশের পানে,
আমাকে খুঁজো কখনো যদি, হঠাৎ এসে জড়িয়ে ধরে, বলো
ভালোবাসো আমি তখনই, হ্যাঁ তখনই তোমার নামে লেখা
চিঠি টি, পড়ে তোমাকে শোনাব ঠিক তখনই, হ্যাঁ তখনই
ভালোবাসি কত টা আমি, বল কি করে তোমায় বোঝাব?
তুমি বুঝনি, আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে, সব গেয়েছি তুমি বুঝনি,
আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে
নিয়ে, সব গেয়েছি গানে গানে সুরে সুরে কত
কথা, বলেছি তোমাকে তুমি বুঝনি, বুঝনি