Album: Cholchhe Roj Amar Khonj
Singer: Rupankar
Music: Debojyoti Mishra
Lyrics: Debojyoti Mishra
Label: Amara Muzik
Released: 2016-02-20
Duration: 03:56
Downloads: 50161
আগুন-জল (আগুন-জল), শহরতল (শহরতল) ডাকছো কেউ, নীরব ঢেউ এখানে
বিষ অহর্নিশ অলিতে-গলিতে, শহরতলিতে আকাশে-মাটিতে কীসের ডাক? বন্ধ
Shutter-এ নিয়ন বাহারে আমার শ্বাসগুলো মুক্তি পাক চলছে
রোজ আমার খোঁজ চলছে রোজ আমার খোঁজ চলছে রোজ
আমার খোঁজ চলছে রোজ আমার খোঁজ ক্লান্ত রাত,
নিঃস্ব হাত মুখোশ মুখ, স্বপ্নসুখ ক্লান্ত রাত, নিঃস্ব হাত
মুখোশ মুখ, স্বপ্নসুখ দুমড়ে যায়, রাতকে পায় কাঁপনে,
জাগরণে, মিছিলে, Barricade-এ ঘাম ও রক্তে কীসের ডাক?
চলছে রোজ আমার খোঁজ চলছে রোজ আমার খোঁজ চলছে
রোজ আমার খোঁজ চলছে রোজ আমার খোঁজ তবুও
ফিরে দেখি কখনও রাত ফুঁড়ে একটা মায়াআলো এখনও ঠিক
আমাকে ডেকে বলে, 'ফিরতে হবে পথে তোমার আমিকে সঙ্গে
নিক' তবুও ফিরে দেখি কখনও রাত ফুঁড়ে একটা
মায়াআলো এখনও ঠিক আমাকে ডেকে বলে, 'ফিরতে হবে পথে
তোমার আমিকে সঙ্গে নিক' সঙ্গে নিবো চলো আমার
আমিকে আমি-র অবকাশে অন্য প্রাণ চলছে রোজ আমার
খোঁজ চলছে রোজ আমার খোঁজ চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ