Album: Cholo Dekha Hok
Singer: Somchanda Bhattacharya
Music: Shubham Banerjee
Lyrics: Prasen
Label: Amara Muzik
Released: 2019-01-07
Duration: 05:32
Downloads: 169364
কত কথা বলা বাকি আছে তোমার সাথে কত হাঁটাচলা
বাকি আছে তোমার সাথে কেন বোঝোনি আগে? কেন
মন কেমন? আছি এখনো আমি আগে ছিলাম যেমন
চলো হোক, দেখা হোক আজ আবার চলো ঘুম ভেঙে
ছুঁই সাত সাগর আজ মন পাল তুলুক পুবদিকে চলো
ভুল ভাবি দিন-রাত্রিদের রোজ তোমার, খোঁজ তোমার ঘোরায়
আমাকে রাত তোমার, হাত তোমার পোড়ায় আমাকে রোজ তোমার,
খোঁজ তোমার ঘোরায় আমাকে রাত তোমার, হাত তোমার পোড়ায়
আমাকে যদি তারা হয়ে লুকিয়ে থাকো যদি মেঘে
মেঘে নিজেকে ঢাকো যদি তারা হয়ে লুকিয়ে থাকো যদি
মেঘে মেঘে নিজেকে ঢাকো তুমি কানামাছি খেলবে বলে এখনো
চলো হোক, দেখা হোক আজ আবার চলো ঘুম
ভেঙে ছুঁই সাত সাগর আজ মন পাল তুলুক পুবদিকে
চলো ভুল ভাবি দিন-রাত্রিদের একলা মন, দিনযাপন, কষ্ট
হতে নেই একলা একদিন তুমি থামবে এখানেই একলা মন,
দিনযাপন, কষ্ট হতে নেই একলা একদিন তুমি থামবে এখানেই
দেখো বলে গেল সন্ধ্যে আজও তুমি ফুলেদের গন্ধে
আছো দেখো বলে গেল সন্ধ্যে আজও তুমি ফুলেদের গন্ধে
আছো আমি ছুঁয়ে ছুঁয়ে তাদের বাঁচি এখনো চলো
হোক, দেখা হোক আজ আবার চলো ঘুম ভেঙে ছুঁই
সাত সাগর আজ মন পাল তুলুক পুবদিকে চলো ভুল
ভাবি দিন-রাত্রিদের