Album: Chup
Music: Chandrabindoo
Label: Kaleidoscope
Released: 2014-10-05
Duration: 03:42
Downloads: 6787
কোনও কথা নেই কোনও শব্দ নেই না. কোনও অর্থ
নেই কারো কোনও শর্ত নেই কারণ... এখানে কথারা বারণ
শশ চুপ শশ চুপ শশ চুপ শশ চুপ না
না না নাই... কোনও গল্প নেই কোনও স্বপ্ন নেই
কোনও স্পর্শ নেই সংঘর্ষ নেই কারণ. এখানে গল্পেরা বারণ
শশ চুপ শশ চুপ শশ চুপ শশ চুপ এখানে
ভাঙাচোরা পথে হেঁটে মিছিলেরা সরে গেছে মরে গেছে আস্ফালন
এখানে গাছেদের গায়ে গায়ে ঝোলানো নোটিশ বোর্ড এ লেখা
আছে নীরবতা পালন কোনও পাখি নেই খড়কুটো বাকি
নেই কোনও ইচ্ছে নেই প্রেম টেম বিচ্ছেদেই কারণ... এখানে
পাখিরা বারণ শশ চুপ শশ চুপ শশ চুপ শশ
চুপ না না না নাই...