DJJohal.Com

Dhono Dhanno Puspa Bhora by
download   Dhono Dhanno Puspa Bhora mp3 Single Tracks song

Album: Dhono Dhanno Puspa Bhora

Music: Jayati Chakraborty, Dwijendra Laal Roy

Lyrics: Dwijendra Laal Roy

Label: Suchitra Music

Released: 2021-01-26

Duration: 06:48

Downloads: 56197

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Dhono Dhanno Puspa Bhora Song Lyrics

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে
দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে
তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি
কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের
রাণী, সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা,
কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন
কালো মেঘে তার পাখির থাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে
জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী, সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড় কোথায়
এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে এমন ধানের ওপর ঢেউ খেলে
যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী, সে
যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে
আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে
গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে তারা
ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন
দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল
দেশের রাণী, সে যে আমার জন্মভূমি সে যে আমার
জন্মভূমি, সে যে আমার জন্মভূমি ভায়ের মায়ের এতো
স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ
দু′টি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম, যেন
এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে
নাকো তুমি ও সে সকল দেশের রাণী, সে যে
আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার
জন্মভূমি

Related Songs

» Sraboner Dhara Moto (Jayati Chakraborty) » Ami Tomaro Songe (Trissha Chatterjee) » Majhe Majhe Tobo (Arindom) » Kalo Jole Kuchla Tole (Iman Chakraborty) » Tumi Jake Bhalobaso (Iman Chakraborty) » Tomar Ghore Bosot Kore (Anirban Sur) » Bulbuli (Ritu Raj & Nandita) » Komola » Mon Amar Kemon Kemon Kore (Snigdhajit Bhowmik) » Dugga Elo (Monali Thakur)