DJJohal.Com

Duiey Duiey Chaar by
download   Duiey Duiey Chaar mp3 Single Tracks song

Album: Duiey Duiey Chaar

Music: KoustavC, Kajol Chatterjee

Lyrics: KoustavC

Label: Euphony Digital

Released: 2023-06-08

Duration: 04:34

Downloads: 3669

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Duiey Duiey Chaar Song Lyrics

ধরলি কেন হাত, অল্পে কুপোকাত খুব স্পর্শকাতর এ মন।
দেখেছি যবে, সেই ভেবেছি কবে হবে প্রেম ঠিক, গল্পের
মতন। ধরলি কেন হাত, অল্পে কুপোকাত খুব স্পর্শকাতর এ
মন। দেখেছি যবে, সেই ভেবেছি কবে হবে প্রেম ঠিক,
গল্পের মতন। তার ওপরে সাদা শাড়ি, খোলা চুলে
দেখে বৃষ্টি নামেনি তাও মেঘ জমেছে। হাত ধরলি, নাকি
মনের ভুল ক্ষত যত বুকে যেন একটু কমেছে।
জানতে চাইব না কারণ, তবে করব না বারণ চাইব
শুধু ধরবি হাত ধরেছিলি যেমন করে আবার। না ডাকব
না পিছু, চাইব না আর কিছু বেশ লাগছে একে
একে দুই দুই′য়ে দুই'য়ে চার, দুই′য়ে দুই'য়ে চার। দুই'য়ে
দুই′য়ে চার, দুই′য়ে দুই'য়ে চার। হঠাৎ মানছে না
আর ইচ্ছেগুলো হতো যেমন শত বছর আগে। মন, মনোযোগ,
তোরই সাথে অপেক্ষাতে, কষ্ট পেতে আবার ভালো লাগে।
তার ওপরে ছোট্ট টিপ, গালে টোল দেখে ফুল ধরেনি
তাও বসন্ত এসেছে। হাত ধরলি, নাকি মনের ভুল ক্ষত
যত বুকে যেন একটু কমেছে। জানতে চাইব না
কারণ, তবে করব না বারণ চাইব শুধু ধরবি হাত
ধরেছিলি যেমন করে আবার। না ডাকব না পিছু, চাইব
না আর কিছু বেশ লাগছে একে একে দুই দুই′য়ে
দুই'য়ে চার, দুই′য়ে দুই'য়ে চার। দুই′য়ে দুই'য়ে চার, দুই'য়ে
দুই′য়ে চার। দুই′য়ে দুই'য়ে চার, দুই′য়ে দুই'য়ে চার। দুই′য়ে
দুই'য়ে চার, দুই′য়ে দুই'য়ে চার।

Related Songs

» Losing You » Premeder Dekhte Kemon (Rahul Saha) » Ami Bhoy Korbona » Bhalobashar Rajyapaat (Gourab Sarkar) » Premiker Dabi » Aaynakeo Bolte Nei (Santanu Kar, Trisha Parui) » Raater Shohor (Anurag Chatterjee) » Sudhu Tomay (Alekhya Sengupta) » Bhalobasha Abar Hoy » Taradol