Album: Dur Hote
Music: Tausif
Lyrics: Tausif
Label: Cd Choice
Released: 2019-06-04
Duration: 04:38
Downloads: 379
আমারে ভালোবাসো তুমি বোঝোনি কোনোদিনও তবু তোমাকেই ভালোবেসে যাই
আমি এখনও, এখনও আমারে ভালোবাসো তুমি বোঝোনি কোনোদিনও
তবু তোমাকেই ভালোবেসে যাই আমি এখনও, এখনও দূর
হতে, দূর হতে নীরবে, নীরবে দূর হতে, দূর হতে
তোমাকে, তোমাকে ভালোবেসে যাই একাই আমি ভালোবেসে যাই
একাই আমি ফিরে এসেছি ভুলতে গিয়ে বেরঙ দিনগুলো
হাতড়ে ফেরে থাকে না চেয়ে রংধনুর রঙ সেই তুমি
আছো মিলেমিশে তবু তুমি তুমি করে এই মন
শুধু তবু তুমি তুমি করে এই মন শুধু ভালোবেসে
যাই আড়াল থেকে ভালোবেসে যাই আড়াল থেকে আমারে
ভালোবাসো তুমি বোঝোনি কোনোদিনও থমকে আমি যখন তখন
এই বুঝি তুমি ডাকলে আমায় কোলাহলেও নিশ্চুপ রাত এই
বুঝি তুমি আসলে কাছে তবু তুমি তুমি করে
এই মন শুধু তবু তুমি তুমি করে এই মন
শুধু ভালোবেসে যাই আড়াল থেকে ভালোবেসে যাই আড়াল থেকে
আমারে ভালোবাসো তুমি বোঝোনি কোনোদিনও তবু তোমাকেই ভালোবেসে
যাই আমি এখনও, এখনও আমারে ভালোবাসো তুমি বোঝোনি
কোনোদিনও তবু তোমাকেই ভালোবেসে যাই আমি এখনও, এখনও