Album: Durer Akashe
Music: Samz Vai
Label: A Music Series
Released: 2020-07-13
Duration: 03:15
Downloads: 14499
আবারও কি আসবে তুমি আমার কাছে ফিরে? বাসবে কি
ভালো আমায় আগের মতো করে? আবারও কি আসবে তুমি
আমার কাছে ফিরে? বাসবে কি ভালো আমায় আগের মতো
করে? কেন যে তুমি হায় বুঝেও আমায় বুঝো
না? তোমাকে ছাড়া এ আমি কিছুতে আর তো যে
পারি না পাখি দূরের আকাশে ডানা মেলে উড়ে
গেছে অযথাই ভালোবেসে আমি জীবন দিলাম হেসে পাখি দূরের
আকাশে ডানা মেলে উড়ে গেছে অযথাই ভালোবেসে আমি জীবন
দিলাম হেসে আমার মনের খাঁচা ভাইঙ্গা যদি যাইতেই
চাও উইড়া আমি দিমু না আর বাধা, তোমায় দিলাম
মুক্ত কইরা কথা ঠিকই দিসো মোরে, কিন্তু কথা রাহো
নাই এহন কারে গিয়া আমি মনের দুঃখ বিলাই?
নিজের ১৬ আনা বোঝো, আমার বেলায় কিছু নাই আমি
তোমার প্রেমের পাপী, একটু ভালোবাসা চাই বোধহয় আমি অনেক
খারাপ, তোমার তরিকাতে নাই নইলে আমি ভাবের পাগল, হুদাই
অশ্রু ঝরাই আমার ভালোবাসার মানে তুমি কখনো বোঝোনি
একা ফেলে চলে গেছ, একবার ফিরে তো দেখোনি তোমার
আশায় আশায় আজও আমি পথ চেয়ে থাকি প্রতি রাতে
একা বসে শুধু তোমার কথা ভাবি এটা ভালোবাসা,
না কি ছোটবেলার পুতুল খেলা? সকালবেলা মেলামেশা, যে যার
মতো সন্ধ্যাবেলা (যে যার মতো সন্ধ্যাবেলা, যে যার মতো
সন্ধ্যাবেলা) (যে যার মতো সন্ধ্যাবেলা) পাখি দূরের আকাশে
ডানা মেলে উড়ে গেছে অযথাই ভালোবেসে আমি জীবন দিলাম
হেসে পাখি দূরের আকাশে ডানা মেলে উড়ে গেছে অযথাই
ভালোবেসে আমি জীবন দিলাম হেসে