Album: Ei Meghla Dine Ekla
Singer: Shaoni Mitra
Music: Hemanta Kumar Mukhopadhyay
Lyrics: Gouri Prasanna Majumdar
Label: Saregama
Released: 1998-08-25
Duration: 03:03
Downloads: 7540
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
কাছে যাবো কবে পাবো ওগো, তোমার নিমন্ত্রণ? এই মেঘলা
দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাবো
কবে পাবো ওগো, তোমার নিমন্ত্রণ? যুথিবনে ঐ হাওয়া করে
শুধু আসা যাওয়া যুথিবনে ঐ হাওয়া করে শুধু আসা
যাওয়া হায় হায়রে দিন যায় রে ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো ওগো, তোমার নিমন্ত্রণ? শুধু ঝর
ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো
মন যে উদাসীন শুধু ঝর ঝর আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ
আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে আজ আমি
ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে তুমি আসবে ওগো,
হাসবে কবে হবে সে মিলন কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে
না তো মন কাছে যাবো কবে পাবো ওগো, তোমার
নিমন্ত্রণ? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো
মন কাছে যাবো কবে পাবো ওগো, তোমার নিমন্ত্রণ?