Album: Ek Fali Boshonto
Singer: Mayuri Saha
Music: Sayantan Mandal
Lyrics: Sayantan Mandal
Label: Okay Muzik
Released: 2024-03-05
Duration: 04:11
Downloads: 1666
তুমি শীতের শেষে একফালি বসন্ত তুমি রোদের মরা পাঁচিল
ছুঁয়ে শ্যাওলা জমা আমার মতোই ক্লান্ত তুমি মেঘের শেষে
নীল আকাশ অনন্ত তোমায় কাছে পাওয়ার স্বপ্নগুলো রোজ সকালে
ঘুম চোখে দিন গুনতো ঘুম চোখে দিন গুনতো
আমি শীতের নদী শুকনো যদি পাথর বুকেই বইবো আমি
শীতের নদী শুকনো যদি পাথর বুকেই বইবো তোমার চোখের
বর্ষা জলে ভাসিয়ে দিলে বন্যা হয়ে রই গো বন্যা
হয়ে রই গো তুমি মন কেমনের বৃষ্টিভেজা গল্প
তুমি ঝড়ের রাতের শেষ প্রহরে চাদর টেনে শীতের মতোই
অল্প তুমি উষ্ণ প্রেমে ফুরিয়ে যাওয়া গল্প তোমার অবশেষের
কারণ হয়ে ফিরে আসি মন ভিজিয়ে অল্প মন ভিজিয়ে
অল্প আমি ঝড়ের শেষে ছদ্মবেশে মেঘলা আকাশ রইবো
আমি ঝড়ের শেষে ছদ্মবেশে মেঘলা আকাশ রইবো উপকূলের শেষ
কিনারে ঘূর্ণিঝড়ের চোখ হয়ে ফের বইবো চোখ হয়ে ফের
বইবো তুমি শীতের শেষে একফালি বসন্ত তুমি রোদের
মরা পাঁচিল ছুঁয়ে শ্যাওলা জমা আমার মতোই ক্লান্ত আমার
মতোই ক্লান্ত আমার মতোই ক্লান্ত আমার মতোই ক্লান্ত