Album: Eka Eka Lage
Music: F A Sumon, Amit Kar
Lyrics: Proshenjit Mondal
Label: DP Music Station
Released: 2023-03-27
Duration: 05:42
Downloads: 2257
খুব বেশি একা একা লাগে রে শুধু তোকে ভেবে
মনটা আমার কান্দে রে খুব বেশি একা একা লাগে
রে শুধু তোকে ভেবে মনটা আমার কান্দে রে
বিরহেরই আঁধার ঘরে একা রেখে গেলি দূরে বিরহেরই আঁধার
ঘরে একা রেখে গেলি দূরে হন্যে হয়ে তোরেই খুঁজে
মরি রে খুব বেশি একা একা লাগে রে
শুধু তোকে ভেবে পরান আমার কান্দে রে খুব বেশি
একা একা লাগে রে শুধু তোকে ভেবে পরান আমার
কান্দে রে তুই ছিলি সুখপাখি আমার, দিয়ে গেলি
দুঃখ হাজার তুই ছিলি সুখপাখি আমার, দিয়ে গেলি দুঃখ
হাজার দুঃখ বুকে নিয়ে আছি, বুঝলি না তুই কেমনে
বাঁচি দুঃখ বুকে নিয়ে আছি, বুঝলি না তুই কেমনে
বাঁচি চোখ বুজলেই তোকে শুধু দেখি রে খুব
বেশি একা একা লাগে রে শুধু তোকে ভেবে পরান
আমার কান্দে রে খুব বেশি একা একা লাগে রে
শুধু তোকে ভেবে পরান আমার কান্দে রে স্বপ্ন
দেখতো যে দু′নয়ন সে চোখেতেই আষাঢ়-শ্রাবণ স্বপ্ন দেখতো যে
দু'নয়ন সে চোখেতেই আষাঢ়-শ্রাবণ শপথ করে ভুলে গেলি, স্বপ্ন
ভেঙে কী সুখ পেলি? শপথ করে ভুলে গেলি, স্বপ্ন
ভেঙে কী সুখ পেলি? ভেঙেচুরে নিঃশেষ করে গেলি রে
খুব বেশি একা একা লাগে রে শুধু তোকে
ভেবে পরান আমার কান্দে রে খুব বেশি একা একা
লাগে রে শুধু তোকে ভেবে পরান আমার কান্দে রে
বিরহেরই আঁধার ঘরে একা রেখে গেলি দূরে বিরহেরই
আঁধার ঘরে একা রেখে গেলি দূরে হন্যে হয়ে তোরেই
খুঁজে মরি রে খুব বেশি একা একা লাগে
রে শুধু তোকে ভেবে পরান আমার কান্দে রে খুব
বেশি একা একা লাগে রে শুধু তোকে ভেবে পরান
আমার কান্দে রে