Album: Ekla Eka
Singer: Sujoy Bhoumik
Music: Ashok Raj
Lyrics: Gautam Sushmit
Label: ThinkTrek
Released: 2012-01-19
Duration: 05:07
Downloads: 18864
একলা একা আমার মনকে নিয়ে জানিনা আজ কোথায় আছি
দাঁড়িয়ে যে চোখে স্বপ্নকে দেখেছে এই জীবন সে চোখে
কেন আজ নেমে এল শ্রাবণ ও ভালবাসা জানিনা কোথায়
গেল যে হারিয়ে ও ও ও. কাঁদে মন নিভে
যায় এই দিয়া রে. ও প্রিয়া ও প্রিয়া ও
প্রিয়া রে. যে ভালবাসা ছিল ভরসা সেই তো আমার
কাছে আজকে দুরাশা ও. যে ভালবাসা ছিল ভরসা সেই
তো আমার কাছে আজকে দুরাশা হারিয়ে গেল কোথায় স্বপ্নেরই
নীল তারা যার আশায় কেটেছিল কত রাত ঘুমহারা সে
নীল তারা জানিনা কোথায় গেল যে হারিয়ে ও ও
ও. ফিরে তো আসেনা সেই প্রিয়ারে. কাঁদে মন নিভে
যায় এই দিয়ারে. এই যে বেচে থাকা মনের সেথে
একা এভাবে নিজের সাথে কেন হল দেখা ও এই
যে বেচে থাকা মনের সেথে একা এভাবে নিজের সাথে
কেন হল দেখা আর সবই আছে তবু নেই আজ
তুমি যে তোমায় হারিয়ে আজ নই আমি আমি যে
ও স্বপ্নের দিন জানিনা কোথায় গেল যে হারিয়ে ও
ও ও. ফিরে তো আসেনা সেই প্রিয়ারে. কাঁদে মন
নিভে যায় এই দিয়ারে. কাঁদে মন নিভে যায় এই
দিয়ারে ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়ারে...