Album: Ektu Ektu
Singer: Pratik Kundu, Arjama B
Music: Pratik Kundu
Lyrics: Manik Bera, Rashmita Biswas
Label: JMR MUSIC STUDIO
Released: 2022-04-19
Duration: 03:07
Downloads: 1440
একটু একটু আঙুল ছুঁয়ে ভিজবো তোর ঠোঁটে ভালোবাসার ঢেউয়ের
ভাঁজে চল দিন কাটাই সুখে একটু একটু আঙুল ছুঁয়ে
ভিজবো তোর ঠোঁটে ভালোবাসার ঢেউয়ের ভাঁজে চল দিন কাটাই
সুখে পূর্ণিমার স্নিগ্ধ আলোয় উষ্ণতা ছড়াবো বুকে একটু একটু
আঙুল ছুঁয়ে ভিজবো তোর ঠোঁটে ভালোবাসার ঢেউয়ের ভাঁজে দিন
কাটাই সুখে শিশির-মাখা পথ ফেলে পথ হারাই কুয়াশায়
জীবনের ব্যথা ভুলে আগলে রাখছি তোমায় ইচ্ছে হয় উড়ে
যাই ক্যাকফিনের ভীড়ে ফেলে আসা বসন্ত চাইছি নতুন করে
নিরুদ্দেশ হয়ে যাই, থামবো পথের বাঁকে একটু একটু
আঙুল ছুঁয়ে ভিজবো তোর ঠোঁটে ভালোবাসার ঢেউয়ের ভাঁজে চল
দিন কাটাই সুখে একটু একটু আঙুল ছুঁয়ে ভিজবো তোর
ঠোঁটে ভালোবাসার ঢেউয়ের ভাঁজে দিন কাটাই সুখে