Album: Ektu Ektu
Singer: Milon
Music: Imran
Lyrics: Robiul Islam Jibon
Label: Universal Music India .
Released: 2015-02-16
Duration: 04:41
Downloads: 83943
একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা তোমায় পেয়ে
রঙিন হলো আমার যত আশা একটু একটু করে তুমি
হৃদয়ে বাঁধলে বাসা তোমায় পেয়ে রঙিন হলো আমার যত
আশা দু′চোখের আঙিনায় শুধু দেখি যে তোমায় তোমায়
ঘিরে আমার যত ভালোবাসা একটু একটু করে তুমি
হৃদয়ে বাঁধলে বাসা তোমায় পেয়ে রঙিন হলো আমার যত
আশা মনেরই ছবিটায় দেখি যে তোমায় প্রেমেরই কবিতায়
লিখি যে তোমায় সামনে দাঁড়ালে, দু'হাত বাড়ালে উদাসী স্বপ্নগুলো
ভাষা খুঁজে পায় মনেরই ছবিটায় দেখি যে তোমায়
প্রেমেরই কবিতায় লিখি যে তোমায় সামনে দাঁড়ালে, দু′হাত বাড়ালে
উদাসী স্বপ্নগুলো ভাষা খুঁজে পায় দু'চোখের আঙিনায় শুধু
দেখি যে তোমায় তোমায় ঘিরে আমার যত ভালোবাসা
একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা তোমায় পেয়ে
রঙিন হলো আমার যত আশা প্রেমেরই সূচনায় পাই
শুধু তোমায় রাতেরই জোছনায় চাই শুধু তোমায় তোমারই মায়াতে,
সুখেরই ছায়াতে আবেগি মনটা আমার পথ খুঁজে পায়
প্রেমেরই সূচনায় পাই শুধু তোমায় রাতেরই জোছনায় চাই শুধু
তোমায় তোমারই মায়াতে, সুখেরই ছায়াতে আবেগি মনটা আমার পথ
খুঁজে পায় দু'চোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়
তোমায় ঘিরে আমার যত ভালোবাসা একটু একটু করে
তুমি হৃদয়ে বাঁধলে বাসা তোমায় পেয়ে রঙিন হলো আমার
যত আশা