Album: Ektuku Chowa Lage
Singer: Abhishek Sinha Roy, Anweshaa
Music: Dev Goswain
Lyrics: Rabindranath Tagore
Label: Amara Muzik
Released: 2017-02-08
Duration: 04:23
Downloads: 113875
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি তাই দিয়ে মনে
মনে রচি মম ফাল্গুনী একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা
শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী একটুকু
ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি কিছু পলাশের নেশা,
কিছু বা চাঁপায় মেশা কিছু পলাশের নেশা, কিছু বা
চাঁপায় মেশা তাই দিয়ে সুরে সুরে রঙে-রসে জাল বুনি
রচি মম ফাল্গুনী একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা
শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী একটুকু
ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি যেটুকু কাছেতে আসে
ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে
স্বপনের ছবি আঁকে যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায়
সুরে যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে তাই
নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি রচি মম ফাল্গুনী
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি তাই দিয়ে
মনে মনে রচি মম ফাল্গুনী একটুকু ছোঁয়া লাগে, একটুকু
কথা শুনি