Album: Firbo Bolle Fera Jaay Naki
Singer: Sanchita Roy
Music: Rahul Majumdar
Lyrics: sourav malakar
Label: Zee Music Co.
Released: 2019-03-20
Duration: 05:00
Downloads: 21631
স্তব্ধ এক ঝড়ে ভাঙা গল্পতে স্বপ্ন হারিয়ে গেলো অল্পতেই
জানি সহজে যায় না ফেরা তবুও ফেরার বিকল্প নেই
স্তব্ধ এক ঝড়ে ভাঙা গল্পতে স্বপ্ন হারিয়ে গেলো
অল্পতেই জানি সহজে যায় না ফেরা তবুও ফেরার বিকল্প
নেই এভাবেই হয়তো ভেঙে যায় ভুল কেটে যায়
ঘোর, ভেঙে যায় মন তারপর বাকি কথা জানে শূন্যতা
বোবা চোখে দেখি অন্য জীবন ফিরবো বললে ফেরা
যায় নাকি হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি নিজেকে অচেনা
লাগে যে আজ আয়নাতে চেনা মুখ হারিয়েছি মুখোশে হয়েছি
একা নিজেরই দোষে ফিরে পেতে চাই নিজেকে ফেরার পথে
বোকা আবেগ মেঘ বোনে মনে মনে জমা কান্না
বৃষ্টির দিন গোনে কথা পোড়ে, ছাই ওড়ে, চোখ মোছে
পিছুটান একা থেকে আরও বেশি একা হয়ে লুকোচুরি খেলা
শেষে গেছি ক্ষয়ে পড়ে আছে অবশেষ একমুঠো অভিমান
এভাবেই হয়তো ভেঙে যায় ভুল কেটে যায় ঘোর, ভেঙে
যায় মন তারপর বাকি কথা জানে শূন্যতা বোবা চোখে
দেখি অন্য জীবন ফিরবো বললে ফেরা যায় নাকি
হাসি দিয়ে শুধু কান্নাকে ঢাকি নিজেকে অচেনা লাগে যে
আজ আয়নাতে চেনা মুখ হারিয়েছি মুখোশে হয়েছি একা নিজেরই
দোষে ফিরে পেতে চাই নিজেকে ফেরার পথে