Album: Ghum Pahara
Singer: Anurag Halder
Music: Anurag Halder
Lyrics: Anurag Halder
Label: Amara Muzik
Released: 2019-12-02
Duration: 03:34
Downloads: 28506
চারিদিকে মেঘের আনাগোনা, বৃষ্টি হবে নাকি তোমার ভেতর জ্বলছে
দেখো কত সমাধি যে ব্যর্থ শর্তের সময়সূচীতে একা দাঁড়িয়ে
আমি তোমার হাতটা ধরে আবার হাঁটতে চাইছি আমি
তুমিও কি ওই রোদঝরা দুপুরের স্বপ্ন খুঁজে যাও? তুমিও
কি ওই ঘুমের রাজ্যে ঘুম পাহারা দাও? এ
লড়াই শুধু তোমার নয়, আমিও অংশীদারি নির্বাক হাতে আবার
এ পৃথিবী তোমার নামেই রাঙা শত স্বপ্ন ভাঙা বিক্ষত
হৃদয় তোমার নতুন সূর্যের আলোয় প্রয়াত রাতের ক্ষত
আমার হাতটা ধরে দেখোই আবীর মাখা মুখের আড়ালে লুকিয়ে
থাকা হাসি তুমিও কি ওই রোদঝরা দুপুরের স্বপ্ন
খুঁজে যাও? তুমিও কি ওই ঘুমের রাজ্যে ঘুম পাহারা
দাও? পা সা রে গা সা রে পা মা
গা, গা পা মা