Album: Habudubu Habudubu
Singer: Zubeen Garg, Akriti Kakar, Jeet Gannguli
Music: Jeet Gannguli, Prasen
Lyrics: Prasen
Label: Surinder Films Pvt. Ltd.
Released: 2017-10-24
Duration: 03:23
Downloads: 447306
মন খালি খালি তুই তুই করে তুই তুই করে,
তুই তুই করে এ বুকে চোরাবালি চুঁই চুঁই করে
ছুঁই ছুঁই করে, তুই তুই করে এখন আর
কী করার হয়ে যা তুইও ফেরার প্রেমে চল
হাবুডুবু হাবুডুবু খাই দু′জনে চল ডুবে ডুবে ভালোবেসে যাই
প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই দু'জনে চল ডুবে ডুবে
ভালোবেসে যাই একা পেয়ে কখনো ডেকে নিয়ে তোকে
বলবো গল্পকথায় দাঁড়িয়েছি, দু′হাত বাড়িয়েছি কেন মাঝ-নদীতে যে হায়
এখন আর কী বোঝার হয়ে যা তুইও ফেরার
প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই দু'জনে চল-
দেখা যাবে, যা হবার হবে আমি ছাড়ছি না তোকে
আর লড়ে নেবো, করার করে নেবো যা যা করতে
বাকি আর এখন আর কী বলার হয়ে যা
তুইও ফেরার প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই দু'জনে
চল ডুবে ডুবে ভালোবেসে যাই প্রেমে চল হাবুডুবু হাবুডুবু
খাই দু′জনে চল ডুবে ডুবে ভালোবেসে যাই