Album: Har Mana Har Porabo
Singer: Durnibar Saha
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Music Zone
Released: 2017-02-10
Duration: 05:27
Downloads: 36400
হার-মানা হার পরাব তোমার গলে হার-মানা হার পরাব তোমার
গলে দূরে রব কত আপন বলের ছলে হার-মানা হার
পরাব তোমার গলে জানি আমি জানি ভেসে যাবে
অভিমান নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ জানি আমি জানি
ভেসে যাবে অভিমান নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ শূন্য
হিয়ার বাঁশিতে বাজিবে গান পাষাণ তখন গলিবে নয়নজলে
হার-মানা হার পরাব তোমার গলে শতদল-দল খুলে যাবে
থরে থরে লুকানো রবে না মধু চিরদিনতরে শতদল দল
খুলে যাবে থরে থরে লুকানো রবে না মধু চিরদিনতরে
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি ঘরের বাহিরে নীরবে
লইবে ডাকি আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি ঘরের বাহিরে
নীরবে লইবে ডাকি কিছুই সেদিন কিছুই রবে না বাকি
পরম মরণ লভিব চরণতলে হার-মানা হার পরাব তোমার
গলে দূরে রব কত আপন বলের ছলে হার-মানা হার
পরাব তোমার গলে হার-মানা হার পরাব তোমার গলে