Album: Hawai Mithai
Singer: Mahtim Shakib
Music: Mahtim Shakib, Shovon Roy
Lyrics: Prosenjit Ojha
Label: Protune
Released: 2022-03-30
Duration: 03:52
Downloads: 1098
আমি হাওয়ায় বসে বসে হাওয়াই মিঠাই খাই আর তােমার
সাদা চিনিতে পছন্দের রঙ মিশাই তুমি স্বপ্নে আসাে স্বপ্নে
ভাসাে তােমার স্বপ্নেই বসবাস তােমায় কাছে চাইলে ছুঁতে গেলে
হয় আমার সর্বনাশ তুমি আমার স্বপ্নে আরাে আরাে
রঙ মাখাও আমি রঙের মাঝে হারিয়ে যাব খুঁজে পাবেনা
কোথাও তুমি কেন রঙ তুলিতে হৃদয় বানাও ক্যানভাস
ভালােবাসা তােমার কাছে রােজকার কিছু অভ্যাস তুমি কেন
রঙ তুলিতে হৃদয় বানাও ক্যানভাস ভালােবাসা তােমার কাছে রােজকার
কিছু অভ্যাস আমায় তুমি ভাবাে কেন ফরমায়েশি কবি
যেমন খুশি তেমন করে আঁকবাে তােমার ছবি আমায়
তুমি ভাবাে কেন ফরমায়েশি কবি যেমন খুশি তেমন করে
আঁকবাে তােমার ছবি তােমার ঘােরে কাটে আমার সকাল
দুপুর রাত আমায় কেন শোনাও তােমার মিথ্যে অজুহাত
তুমি আমার স্বপ্নে আরাে আরাে রঙ মাখাও আমি রঙের
মাঝে হারিয়ে যাব খুঁজে পাবেনা কোথাও তুমি কেন
রঙ তুলিতে হৃদয় বানাও ক্যানভাস ভালােবাসা তােমার কাছে রােজকার
কিছু অভ্যাস তুমি কেন রঙ তুলিতে হৃদয় বানাও
ক্যানভাস ভালােবাসা তােমার কাছে রােজকার কিছু অভ্যাস আমি
হাওয়ায় বসে বসে হাওয়াই মিঠাই খাই আর তােমার সাদা
চিনিতে পছন্দের রঙ মিশাই। তুমি স্বপ্নে আসাে স্বপ্নে ভাসাে
তােমার স্বপ্নেই বসবাস তােমায় কাছে চাইলে ছুঁতে গেলে হয়
আমার সর্বনাশ তুমি আমার স্বপ্নে আরাে আরাে রঙ
মাখাও আমি রঙের মাঝে হারিয়ে যাব খুঁজে পাবেনা কোথাও
তুমি কেন রঙ তুলিতে হৃদয় বানাও ক্যানভাস ভালােবাসা
তােমার কাছে রােজকার কিছু অভ্যাস তুমি কেন রঙ
তুলিতে হৃদয় বানাও ক্যানভাস ভালােবাসা তােমার কাছে রােজকার কিছু
অভ্যাস তুমি কেন রঙ তুলিতে হৃদয় বানাও ক্যানভাস
ভালােবাসা তােমার কাছে রােজকার কিছু অভ্যাস তুমি কেন
রঙ তুলিতে হৃদয় বানাও ক্যানভাস ভালােবাসা তােমার কাছে রােজকার
কিছু অভ্যাস