Album: Hinomonnota
Singer: Blood
Music: Blood
Lyrics: Blood
Label: BandEdge Talent Agency
Released: 2019-10-16
Duration: 04:33
Downloads: 13324
একটা কালো ঘরের ভেতর অনুভূতির যুদ্ধ জ্বলে কোথাও যেন
জল ছাড়াই কিছু বাগান শুকিয়ে মরে ক্লান্ত চোখে তাকিয়ে
থাকি নিজের ছায়ার স্তব্ধতা দেখে স্মৃতির সব কাগজই ভেজা
অনেক দূরের ছবি হয়ে তুমি আমার মতো হীনমন্যতায়
বেঁচে আছো কি? আমি রঙ ছাড়াই তোমার অনেক ছবি
এঁকেছি ও আকাশ, বলে দাও, এত মেঘ কোথায় জমাও?
সেখানেই কি থাকে সে, ওই রামধনুর দেশে? কাঁদছে
আমার স্বপ্নগুলো নিঃস্ব হওয়ার কথা ভেবে নিঃস্বার্থ এ স্পর্শ
আজও বারে বারে তোমায় খোঁজে একাকীত্ব ভাঙছে আজ নিজের
একলা ঘর হেসে ভাবছে না কে লুকিয়ে আছে এই
সময়ের ওপারে তুমি আমার মতো হীনমন্যতায় বেঁচে আছো
কি? আমি রঙ ছাড়াই তোমার অনেক ছবি এঁকেছি ও
আকাশ, বলে দাও, এত মেঘ কোথায় জমাও? সেখানেই কি
থাকে সে, ওই রামধনুর দেশে? তোমার সাত রঙের
ছটায় গাঢ় অন্ধকার দু′চোখে নামে নিজের ভেতরে খুঁজছি কিছু
টুকরো অস্তিত্বের প্রহসন ফিরে যাওয়া সহজ নয় তো আজ
এই অচেনা পথের বাঁকে আজও তুমি বলতে পারো গেছে
পথগুলো কোথায় বেঁকে? তুমি আমার মতো হীনমন্যতায় বেঁচে
আছো কি? আমি রঙ ছাড়াই তোমার অনেক ছবি এঁকেছি
ও আকাশ, বলে দাও, এত মেঘ কোথায় জমাও? সেখানেই
কি থাকে সে, ওই রামধনুর দেশে? ও আকাশ,
বলে দাও, এত মেঘ কোথায় জমাও? সেখানেই কি থাকে
সে, ওই রামধনুর দেশে?