Album: Hrid Mohonay
Singer: SK Annoo, Meherin Bashar
Music: SK Annoo
Lyrics: Jamil Mahmud
Label: Fawk Series Music
Released: 2023-04-28
Duration: 05:27
Downloads: 3309
আকাশের অভিমান জমে কখনো তা বৃষ্টির ফোঁটা হয়ে নামে
শহরের অভিমান চাপা কোলাহলে পাহাড়ের অভিমান মিশে সমতলে
ভ্রান্ত পথিক পিছু না ফিরে নিয়ে অভিমান গেছে হারায়ে
নির্জন নিশি হয় উদাসী কোন সে তরে যত
অভিমান আর পিছুটান একদিন শেষ হয়ে যায় পড়ে থাকে
কথা আর কিছু ব্যথা হৃদ-মোহনায় যত অভিমান আর পিছুটান
একদিন শেষ হয়ে যায় পড়ে থাকে কথা আর কিছু
ব্যথা হৃদ-মোহনায় ছবির ফ্রেমে ধুলো জমে অযত্ন-অবহেলায় মরীচিকা
ধরে লোহার আস্তরে যদি সময় গড়ায় শঙ্খচিলের মতো
শূন্যে আর কত ঘুরবে গহীনে ফিরে এসো নীড়ে তিক্ত
অভিমান ছুঁড়ে যত অভিমান আর পিছুটান একদিন শেষ
হয়ে যায় পড়ে থাকে কথা আর কিছু ব্যথা হৃদ-মোহনায়
যত অভিমান আর পিছুটান একদিন শেষ হয়ে যায় পড়ে
থাকে কথা আর কিছু ব্যথা হৃদ-মোহনায় হৃদ-মোহনায়